প্রকাশিত: Fri, Dec 9, 2022 5:58 PM আপডেট: Fri, May 9, 2025 10:54 AM
জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান
মাজহারুল ইসলাম: জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য ১৪৯টি দেশ এক যৌথ প্রস্তাবে পরমাণু অস্ত্র পরীক্ষা, উৎপাদন, মজুদ ও সম্প্রসারণ থেকে বিরত থাকার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইসরাইলের হাতে পরমাণু অস্ত্র না থাকার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। প্রস্তাবে পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তাররোধ সংক্রান্ত এনপিটি চুক্তিতে যুক্ত হতে এবং ইসরাইলের সমস্ত পরমাণু প্রকল্পের ওপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারির আহ্বান জানানো হয়েছে। পার্সটুডে
ইসরাইল বিরোধী এ প্রস্তাবে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরাইল এবং বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে যে কয়েকটি সরকার এনপিটিতে সই করেনি তার মধ্যে ইসরাইল অন্যতম।
যদিও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো তাদের নীতি অবস্থান ও ঘোষণায় নিজেদেরকে পরমাণু অস্ত্রের বিস্তাররোধের সমর্থক এবং এনপিটিকে সমর্থন দেয়ার কথা বলে। কিন্তু বাস্তবে দেখা গেছে, কানাডাসহ এই দেশগুলো পরমাণু অস্ত্র বিষয়ে ইসরাইলবিরোধী প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল।
পরমাণু অস্ত্র বিস্তাররোধের জন্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এবং বাহরাইন, জর্দান, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৯টি আরব দেশের সমর্থনে মিশরের উদ্যোগে প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। এর আগে কুয়েতসহ আরো কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে এনপিটিতে সই করার জন্য ইসরাইলকে বাধ্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কুয়েতের রাষ্ট্রদূত তালাল আল ফিসাম এ আহ্বান জানান। তিনি বলেন, আইএইএতে ইসরাইলের পরমাণু অস্ত্রের হুমকির বিষয়টি পর্যালোচনা করা খুবই জরুরি। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
